6.3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

৪০ বছর ধরে নর্দমা সাফাইকারী হলেন ডেপুটি মেয়র

৪০ বছর ধরে নর্দমা সাফাইকারী হলেন ডেপুটি মেয়র

বিগত ৪০ বছর ধরে হাত দিয়ে নর্দমা সাফাই করতেন। সেই নারী ইতিহাস গড়ে হয়েছেন ডেপুটি মেয়র। শুনতে অবাক করার মতো হলেও চিন্তা দেবী নামে এক নারী ভারতের বিহার রাজ্যের গয়ার নতুন ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি বিহারের গয়ায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানেই জয়ী হয়ে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন চিন্তা।

তবে গয়ায় প্রান্তিকদের ক্ষমতায় উঠে আসার ঘটনা এই প্রথম নয়। এর আগে মুষাহার সম্প্রদায়ের ভগবতী দেবী গয়া থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ভগবতী পাথর ভাঙতেন। ১৯৯৬ সালে নীতীশ কুমারের দল জনতা দল (ইউনাইটেড)-এর টিকিটে লোকসভা নির্বাচন জিতেছিলেন।

গয়ার নতুন নির্বাচিত মেয়র গণেশ পাসোয়ান বলেন, ‘গয়ায় এসে মানুষ বোধি অর্জন করে। এই জায়গা থেকেই মুষাহার সম্প্রদায়ের মানুষও লোকসভায় নির্বাচিত হন। এবার এখানকার মানুষ পুরো দুনিয়ার সামনে ইতিহাস তৈরি করেছে। যখন এখানে গুটিকয়েক শৌচালয় ছিল, তখন নিজের হাতে মানুষের বর্জ্য সাফ করতেন চিন্তা দেবী। তাকে ডেপুটি মেয়র নির্বাচিত করে গয়ার মানুষ ইতিহাস তৈরি করেছেন।’

চিন্তা সাফাইকর্মীর পাশাপাশি সবজি বিক্রি করতেন। তাকে সমর্থন জানিয়েছেন গয়ার ডেপুটি মেয়র মোহন শ্রীবাস্তব। তিনি জানিয়েছেন, নির্বাচনে জিতে ইতিহাস তৈরি করেছেন চিন্তা। তাদের মতো নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছেন গয়াবাসী।

- Advertisement -

Related Articles

Latest Articles