-6.7 C
Toronto
মঙ্গলবার, জানুয়ারী ১৮, ২০২২

এনডিপির পক্ষে নিশ্চিত ভোটারের সংখ্যা সামান্য বেড়েছে

- Advertisement -
কনজার্ভেটিভ পার্টির নেতা এরিন ও’টুল

লেজার অ্যান্ড দ্য অ্যাসোসিয়েশন ফর কানাডিয়ান স্টাডিজের এক সমীক্ষায় দেখা গেছে, এনডিপির পক্ষে নিশ্চিত ভোটারের সংখ্যা সামান্য বাড়লেও লিবারেল ও কনজার্ভেটিভ পার্টির পক্ষে এ ধরনের ভোটারের সমর্থন আগের মতোই আছে। সমীক্ষার ফলাফল এরিন ও‘টুলের জন্য খারাপ সংবাদ। পাশাপাশি অধিকাংশ লিবারেল সরকারে জয়লাভের সম্ভাবনার জন্যও বিপত্তির ইঙ্গিতবাহী।

১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত ২ হাজার ৬৯ জন কানাডিয়ানের ওপর অনলাইনে সমীক্ষাটি চালানো হয়েছে। লেজার অ্যান্ড দ্য অ্যাসোসিয়েশন ফর কানাডিয়ান স্টাডিজে অংশগ্রহণকারী ২৫ শতাংশ কানাডিয়ান জাস্টিন ট্রুডোকেই সবচেয়ে ভালো প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। তবে এনডিপি নেতা জাগমিত সিংও খুব বেশি পিছিয়ে নেই। তাকে যোগ্য মনে করেন সমীক্ষায় অংশগ্রহণকারী ১৯ শতাংশ ও এরিন ও‘টুলকে ১৩ শতাংশ কানাডিয়ান।

- Advertisement -

এনডিপি নেতা জাগমিত সিং এই মুহূর্তে হাসতেই পারেন। কারণ, সম্ভাব্য নির্বাচন ঘোষণার মাত্র কয়েক সপ্তাহ আগে নতুন এই সমীক্ষার ফল বলছে, প্রধানমন্ত্রী হিসেবে কনজার্ভেটিভ পার্টির নেতা এরিন ও’টুলের চেয়ে জাগমিত সিংকে বেশি যোগ্য মনে করেন অধিকাংশ কানাডিয়ান।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles