2.9 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

কারাগারের খাবার খেতে পারছেন না আরিয়ান খান, চিন্তিত কারা কর্তৃপক্ষ

কারাগারের খাবার খেতে পারছেন না আরিয়ান খান, চিন্তিত কারা কর্তৃপক্ষ - the Bengali Times
আরিয়ান খান

সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। আদরের কোনও কমতি নেই। দামি পোশাক, দামি খাবারে অভ্যস্ত। পড়াশোনা করেছেন লন্ডনের বিখ্যাত প্রতিষ্ঠানে। আর এখন দিন কাটাচ্ছেন জেলের কুঠুরিতে। বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের পরিচিতি এখন ‘কয়েদি নম্বর ৯৫৬’। তাকে নিয়ে বেশ বেকায়দায় আছে মুম্বাইয়ের আর্থার রোড কারা কর্তৃপক্ষ।

কারাগারের নিয়মিত খাবার খেতে পারছেন না আরিয়ান খান। তার স্বাস্থ্য ভেঙে পড়ছে। দুর্বল হয়ে পড়ছেন শাহরুখপুত্র। সেখানকার নিয়মকানুনের সঙ্গেও মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে তার। আরিয়ানের স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা নিয়ে চিন্তিত জেল কর্তৃপক্ষ।

- Advertisement -

ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, আরিয়ানকে জেলের অন্য ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে। বাকি অভিযুক্তদের সঙ্গে রাখা হয়নি তাকে। পরতে হচ্ছে না জেলের পোশাকও। আরিয়ান কারো সঙ্গে কথা বলছেন না। মাদক কাণ্ডে গ্রেপ্তার তার সঙ্গীদের সঙ্গেও দেখা করতে চাইছেন না তিনি। বর্তমানে তার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। জেলের কর্মীরা তার ওপর বিশেষ নজর রাখছেন।

জানা যায়, নিজের ভুল স্বীকার করেছেন আরিয়ান। কারামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে সমাজের দুস্থ মানুষের জন্য কাজ করবেন। পিছিয়ে পড়া মানুষদের মূলস্রোতে ফেরানোর চেষ্টা করবেন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) মুম্বাই ইউনিটের ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে আরিয়ান কথা দিয়েছেন, একদিন গর্ব করার মতো কাজ করবেন তিনি।

প্রসঙ্গত, মুম্বাইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর কর্মকর্তাদের দীর্ঘ ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদে মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন আরিয়ান। তাকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে- ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা পাওয়া গেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles