-2.3 C
Toronto
সোমবার, জানুয়ারী ৩০, ২০২৩

সারার বিকিনি পরা ছবিকে ‘উলঙ্গ’ তকমা নেটিজেনদের

সারার বিকিনি পরা ছবিকে 'উলঙ্গ' তকমা নেটিজেনদের
সারা আলি খান

যত দূর চোখ যায় শুধুই নীল। সমুদ্রের নীল মিশেছে আকাশের নীলে। তারই মাঝে স্নিগ্ধ রূপে দাঁড়িয়ে বলিউড নায়িকা সারা আলি খান। পরনে ফ্লোরাল বিকিনি। তার ওপর সাদা লম্বা শ্রাগ। চুল হালকা ভেজা। সাইকেলের ওপর বসে। এককথায় এ ছবি চোখকে একরকম আরামই দেবে। কিন্তু সেলেবরা যা-ই করুন না কেন, সবাইকে একসঙ্গে কখনও খুশি করতে পারেন না। তেমনই সারার এ ছবি দেখেও বেজায় নারাজ তার কিছু অনুরাগী।

ইনস্টাগ্রামে সব সময় নানাধরনের ছবি পোস্ট করেন নায়িকা। দর্শকের থেকে ভালোবাসাও কুড়িয়েছেন তিনি। কিন্তু এবার হিসাব একটু ভুল হলো। কারণ, বিকিনি পরা সারার ছবি দেখেই রীতিমতো খেপে উঠছেন ভক্তরা। সোশাল হ্যান্ডেল ভরে গেল নেতিবাচক মন্তব্যে। কেউ লিখলেন, ‘ম্যাম আপনি মুসলমান হয়ে এমন বিদেশিদের মতো পোশাক কেন পরেছেন?’ আবার কেউ লিখেছেন, ‘ছিঃ! উলঙ্গ নির্লজ্জ’। যে ছবিকে ‘উলঙ্গ’ তকমা দিল নেটিজেনরা

- Advertisement -

যদিও এ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি সারা। আপাতত নায়িকার নতুন প্রেম নিয়ে সরগরম বলিউড। ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে নাকি তিনি ডেট করছেন, এমনটাই শোনা যাচ্ছে। কিছু দিন পর ভিকি কৌশলের সঙ্গে আগামী ছবির শুটিং শুরু করবেন সারা।

- Advertisement -

Related Articles

Latest Articles