8.1 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

কোথায়, কিভাবে দেখবেন কাতার বিশ্বকাপ

Qatar World Cup 2022 : কোথায়, কিভাবে দেখবেন কাতার বিশ্বকাপ - the Bengali Times

কাতার বিশ্বকাপের পর্দা উঠতে ২৪ ঘণ্টার কিছু বেশি সময় বাকি। তবে এরই মধ্যে আসরটি নিয়ে উন্মাদনা শুরু হয়েছে। আসরে অংশগ্রহণ করা ৩২ দলের প্রায় দলই কাতার পৌঁছে গেছে। আগামীকাল উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার ও ইকুয়েডর মুখোমুখি হবে।

- Advertisement -

বিশ্বকাপে মাঠে বসে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করবেন। এর বাইরে টিভি বা অ্যাপসের মাধ্যমেও বৈশ্বিক এই আসরটি সরাসরি স্ট্রিমিং করা হবে।

বাংলাদেশ থেকে ভক্ত-সমর্থকরা টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস, জিটিভি ও বিটিভিতে খেলা দেখতে পারবেন। স্যাটেলাইট থেকে ভারতীয় চ্যানেল ‘স্পোর্টস ১৮’তেও খেলা দেখা যাবে।

টেলিভিশন ছাড়াও বেশ কয়েকটি অ্যাপস দিয়ে সরাসরি খেলা দেখা যাবে। BDXI TV (ফ্রি! ওয়েব বেসড সার্ভিস। যে কোনো ব্রাউজার ব্যবহার করে খেলা দেখা যায়), CircleNet (BDXI), E-BOX Live (BDXI), Sam Oline (BDXI), AmarBD (BDXI), DDN Live (BDXI), Rangdhanu Live (BDXI), Rabbithole Prime (অফিসিয়াল, পেইড সার্ভিস), FIFA (অফিসিয়াল ইউটিউব চ্যানেল)।

- Advertisement -

Related Articles

Latest Articles