13.3 C
Toronto
শুক্রবার, সেপ্টেম্বর 29, 2023

স্বামীর উৎসাহে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেন অভিনেত্রী

স্বামীর উৎসাহে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেন অভিনেত্রী
বলিউড অভিনেত্রী কীর্তি কুলহারি

বলিউড পাড়ার পরিচিত মুখ অভিনেত্রী কীর্তি কুলহারি। এরইমধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘পিংক’ সিনেমার মাধ্যমে। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর ওয়েব সিরিজ ‘ফোর মোর শট প্লিজ’-এর তৃতীয় সিজন। এ সিরিজে বেশ কিছু অন্তঃরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা যায়, এ সিরিজে সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেছেন কীর্তি। তার ভাষায় ‘সিরিজটিতে অন্তঃরঙ্গ দৃশ্যে চারটি মেয়ের লুক আলাদা আলাদা ছিল। তাদের কেউ একটু বেশি আতঙ্কগ্রস্ত ছিল; আবার কারও কাছে এটি কোনো বিষয়ই ছিল না। আমিও এমন অবস্থায় স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। এটি আমার জন্য খুবই সাহসী মুহূর্ত ছিল।’

- Advertisement -

অন্তঃরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য প্রাক্তন স্বামীর পরামর্শ গ্রহণ করেন কীর্তি। তা উল্লেখ করে তিনি বলেন, ‘২০১৬ সালে আমার বিয়ে হয়। এখানে একটি কথা বলতে চাই, আমার প্রাক্তন স্বামী সাহিলের মধ্যে বিন্দুমাত্র নিরাপত্তাহীনতা ছিল না। সাহিল কখনো বলেনি, ‘তুমি পর্দায় চুমু খেতে পারবে না বা কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে পারবে না।’ কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এই চিত্র বিপরীত। সাহিল আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে এবং সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য সহযোগিতা করেছে। এমনকী, এ বিষয়ে সাহিল আমাকে পরামর্শও দিয়েছে।’’

পাঁচ বছর সংসার করার পর দাম্পত্য জীবনের ইতি টানেন কীর্তি-সাহিল। গত বছরের এপ্রিলে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বিবাহবিচ্ছেদ হলেও প্রাক্তন স্বামীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এ বিষয়ে কীর্তি বলেন, ‘সাহিলের সঙ্গে একসঙ্গে না থাকলেও, আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। যেকোনো বিষয়ে সাহিলকে আমি পাশে পাই।’

- Advertisement -

Related Articles

Latest Articles