10.1 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

২৪ লাখ ডলার হাতিয়ে নেয়ার দায়ে নারীর দন্ড

২৪ লাখ ডলার হাতিয়ে নেয়ার দায়ে নারীর দন্ড - the Bengali Times
অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেনকারী কোনো ব্যক্তির বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে ইয়র্ক রিজিয়নাল পুলিশ ফাইন্যান্সিয়াল ইউনিটকে জানানোর অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর নাম পরিচয় গোপন রাখা হবে

টাউন অব জর্জিনার নাগরিক জেনিফার গুয়েরটিন ওএমএইচএর অর্থ বিভাগের পরিচালক থাকাকালে তারা ২৪ লাখ ডলার হাতিয়ে নেন। এ ঘটনায় ২০১৯ সালের জুনে অভিযোগ গঠন করা হয়। প্রতারণার দায়ে ৪৭ বছরের জেনিফার গুয়েরটিনকে ৪৮ মাস বা ৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। তহবিল খোয়া যাওয়ার অভিযোগ পাওয়ার পর ২০১৮ সালের নভেম্বরে এ ঘটনার তদন্ত শুরু করে ইয়র্ক রিজিয়নাল পুলিশ।

৫ হাজার ডলার চুরি, বিশ্বাস ভঙ্গ, অপরাধের মাধ্যমে অর্জিত ৫ হাজার ডলারের সম্পদ কুক্ষিগত করা এবং কম্পিউটারের অননুমোদিত ব্যবহারের কারণে ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর গুয়েরটিনকে দোষী সাব্যস্ত করা হয়। অপরাধের শাস্তি হিসেবে তাকে ৪৮ মাসের কারাদ- ১ লাখ ডলার ওএমএইচএকে পরিশোধের আদেশ দেওয়া হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles