1.9 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মানুষ মিথ্যা বলে স্বার্থের কারণে, কেন বলছেন মিম?

মানুষ মিথ্যা বলে স্বার্থের কারণে, কেন বলছেন মিম?
বিদ্যা সিনহা মিম

মানুষ মিথ্যা বলে প্রয়োজনে এবং স্বার্থের কারণে- এমন কথা নিজের ফেসবুকে বললেন বিদ্যা সিনহা মিম। কিন্ত কেন বললেন? আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। এই দিনে মিম লেখককে শুভেচ্ছা জানাতে প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিকের উক্তিটিই বেছে নিয়েছেন।

তবে নেটিজেনরা বিষয়টিকে শুধুই জন্মদিনের শুভেচ্ছা জানানোর পন্থা মনে করছেন না।

- Advertisement -

তারা বলছেন মিম আদতে এটা ইঙ্গিত করেই বলেছেন। মিম যা হয়তো সরাসরি বলতে পারছিলেন না, হুমায়ূন আহমেদের উক্তি দিয়ে বলে দিলেন।
মিমের কারণে নিজের সংসারে সমস্যা হচ্ছে, সম্প্রতি এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী পরীমনি। পরীর বক্তব্যে পাল্টা জবাব দিয়েছেন মিমও। দুজনের পাল্টাপাল্টি বক্তব্যে বেশ উত্তপ্ত এখন ঢাকাই সিনেমার অঙ্গন।

মূলত ফেসবুকে দুজনের পাল্টাপাল্টি আক্রমণাত্মক স্ট্যাটাসে তাঁদের মধ্যকার বিবাদের বিষয়টি সকলের সামনে আসে। এর পর থেকে একে অপরকে দোষারোপ করে যাচ্ছেন এ দুই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন একে অন্যের দিকে আঙুল তুলে।

জনপ্রিয় এ দুই তারকার এই বিতর্কে কে নিজের অবস্থান থেকে সঠিক, তা নিয়ে যেন ধোঁয়াশা কাটছেই না! তবে ভক্ত-অনুরাগীরা দুই তারকার মধ্যে চলমান বিবাদের মীমাংসা প্রত্যাশা করছেন। তাঁরা আশা করছেন, দুই তারকা শীঘ্রই তাঁদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে ফিরে আসবেন।

- Advertisement -

Related Articles

Latest Articles