5.1 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

কানাডায় বেকারত্বের হার কমেছে

কানাডায় বেকারত্বের হার কমেছে - the Bengali Times
মাসটিতে ১ লাখ ৫৭ হাজার বাড়তি কর্মসংস্থান যোগ হয়েছে

কানাডায় বেকারত্বের হার সেপ্টেম্বরে ৬ দশমিক ৯ শতাংশে নেমে আসে। আগস্টে এ হার ছিল ৭ দশমিক ১ শতাংশ। তা সত্ত্বেও কানাডায় বেকারত্বের হার এখনও মহামারি-পূর্ব সময়ের উপরেই আছে। তবে চাকরি দরকার কিন্তু খোঁজেননি এমন ব্যক্তিদের হিসাবে নিলে সেপ্টেম্বরে কানাডায় বেকারত্বের হার দাঁড়াতো ৮ দশমিক ৯ শতাংশ। আগস্টে যেখানে এ হার ছিল ৯ দশমিক ১ শতাংশ।

কানাডার অর্থনীতি গত মাসে একটি মাইলস্টোন স্পর্শ করেছে। সেপ্টেম্বরে প্রথমবারের মতো কানাডায় কর্মসংস্থান মহামারি-পূর্ব অবস্থায় পৌঁছেছে। মাসটিতে ১ লাখ ৫৭ হাজার বাড়তি কর্মসংস্থান যোগ হয়েছে।

- Advertisement -

সেপ্টেম্বরে কর্মসংস্থান প্রবৃদ্ধি কমবেশি সব খাতে হলেও বেশি হয়েছে পূর্ণকালীন কর্মক্ষেত্রে। এছাড়া সেসব খাতে কর্মীরা এখনও বাড়িতে বসেই কাজ করছেন সেসব খাতেও কর্মসংস্থানে লক্ষণীয় বৃদ্ধি ঘটেছে। কিছু সরকারি খাতে কর্মসংস্থান বাড়লেও তা ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত।

স্কুল খুলে যাওয়ায় ২৫ থেকে ৫৪ বছর বয়সী নারীদের মধ্যে কর্মসংস্থান পুনরুদ্ধার হয়েছে। মহামারির কারণে ব্যাপক হারে কর্ম হারানোর পর এই পুনরুদ্ধার হলো। নারীদের কর্ম হারানোকে ‘সিসেশন’ নামে আখ্যায়িত করেন অর্থনীতিবিদরা।

খুচরা ব্যবসা খাত সেপ্টেম্বরে কর্মসংস্থান হারিয়েছে ২০ হাজার। অন্যদিকে আবাস ও খাদ্য সেবা খাত কর্মসংস্থান হারিয়েছে ২৭ হাজার। জনস্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার পরও এ খাতের কর্মসংস্থান মহামারি-পূর্ব সময়ের নিচে অবস্থান করছে।

বিএমওর প্রধান অর্থনীতিবিদ ডগলাস পর্টার এ প্রসঙ্গে বলেন, চূড়ান্ত বিচারে মহামারির গতিবিধিই বলে দেবে এসব খাত কখন পুরোপুরি ঘুরে দাঁড়াবে। আজ উদযাপনের কারণ থাকলেও আমাদের এটাও মনে রাখতে হবে যে, প্রত্যেক খাত ও প্রত্যেক অঞ্চল এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। কাজটা এখনও সম্পন্ন হয়নি।

দীর্ঘমেয়াদী বেকারত্ব অর্থাৎ ছয় মাস বা তার বেশি সময় ধরে যারা কাজের বাইরে আছে তাদের সংখ্যায় খুব একটা পরিবর্তন আসেনি। সেপ্টেম্বরে এই শ্রেণির বেকারের সংখ্যা ছিল ৩ লাখ ৮৯ হাজার, ২০২০ সালের ফেব্রুয়ারির তুলনায় যা দ্বিগুন।

কানাডিয়ান চেম্বার অব কমার্সের শ্রমশক্তি কৌসল সম্পর্কিত জ্যেষ্ঠ পরিচালক লিয়াহ নর্ড বলেন, এই শ্রেণির কর্মীরা কেন চাকরির সন্ধানে সফল হচ্ছে সে ব্যাখ্যা হাজির করার মতো খুব সামান্যই তথ্য আছে আমাদের কাছে।

- Advertisement -

Related Articles

Latest Articles