8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

স্লোগানে মুখর বিএনপির সমাবেশ মাঠ

স্লোগানে মুখর বিএনপির সমাবেশ মাঠ

পরিবহন ধর্মঘট উপেক্ষা করে আশপাশের জেলা থেকেই এরই মধ্যে বিএনপির হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে পৌঁছে গেছেন। আজ শনিবার সকাল থেকে ছোট ছোট যানবাহনে সমাবেশে আসছেন নেতাকর্মীরা। ইতিমেধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সমাবেশস্থল। মিছিলে-মিছিলে স্লোগানে-স্লোগানে মুখর সমাবেশের মাঠ।

- Advertisement -

আজ দুপুর ২টায় ফরিদপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ।

এদিকে গণসমাবেশের দুদিন আগে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি। ফলে নেতাকর্মীরা ধর্মঘট উপেক্ষা করে সমাবেশের ২-৩ দিন আগে থেকেই আসতে শুরু করেন।

সরেজমিনে ফরিদপুর কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে দেখা যায়, হাজার হাজার নেতাকর্মী পরিবহন ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। মিছিলে-মিছিলে স্লোগানে-স্লোগানে মুখর সমাবেশের মাঠ। মিছিল নিয়ে আশপাশের জেলার নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর উপস্থিত থাকবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী।

সুত্র: আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles