12.7 C
Toronto
শনিবার, অক্টোবর ১৬, ২০২১

‘অনেকেই বলে আমাদের নাকি ছাড়াছাড়ি হয়েছে, এটা ভুল’

ফাইল ছবি

বেশকিছু দিন ধরেই গুজব শোনা যাচ্ছিল হিরো আলমের সঙ্গে তার স্ত্রী নুসরাতের বিচ্ছেদ হয়ে গেছে। এবার এ নিয়ে মুখ খুললেন হিরো আলম।

বৃহস্পতিবার নিজের ভ্যারিফাইভ ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে সেই গুজব নাকচ করে দিয়েছেন হিরো আলম।

বিবাহ বার্ষিকী উপলক্ষে দেওয়া ওই স্ট্যাটাসে হিরো আলম লেখেন, আজ আমাদের শুভ বিবাহ বার্ষিকী। …..আজ দেখতে দেখতে আমাদের বিবাহের পাঁচটি বছর পার হলো। আমি সব সময় আল্লাহর কাছে এই দোয়া চাই যে আমরা যেন বাকি জীবন এভাবেই সুখে-দুঃখে এক সাথে থাকতে পারি। ……….অনেকেই বলে আমাদের নাকি ছাড়াছাড়ি হয়েছে। এটা পুরোটাই ভুল, মিথ্যা গুজব। …….গুজবে কান দেওয়ার আগে সত্যটা ভালোভাবে যাচাই করে নিন…….আপনাদের দোয়া,ভালোবাসায় আমরা অনেক ভালো আছি।

- Advertisement - Visit the MDN site

Related Articles

- Advertisement - Visit the MDN site

Latest Articles