12.7 C
Toronto
শনিবার, অক্টোবর ১৬, ২০২১

বোরকা পরে ছদ্মবেশে শুটিং স্পটে গেলেন পরীমণি

চিত্রনায়িকা পরীমণি

ঢাকাই শোবিজের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। স্থায়ী জামিন পাওয়ার পর তিনি প্রথম শুটিংয়ে অংশ নিয়েছেন বৃহস্পতিবার। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কালীমন্দির বটতলায় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার শুটিং করেছেন তিনি। তবে এবার তাকে ছদ্মবেশ নিয়ে শুটিংয়ে যেতে হয়েছে। কেননা, তার আসার খবর চউর হতেই শুটিং স্পটে নামে উৎসুক জনতার ঢল।

বোরকা পরে ছদ্মবেশ নিয়ে তিনি পৌঁছেছেন শুটিং স্পটে। তার ছদ্মবেশের একটি ছবি ইন্টারনেট মাধ্যমে পাওয়া গেছে। সেই ছবিতে শুধু পরিণতির চোখ দেখা যায়। মুখ ঢাকা।

শুটিংয়ে ফেরা নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্টও দিয়েছেন। পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের একটি ছবি দিয়ে তিনি লেখেন, ওস্তাদজী গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’র আখড়া থেকে। দিস পিওর ক্যানডিড ক্লিক বাই পরী।

‘গুনিন’ সিনেমায় পরীমণির বিপরীতে আছেন শরিফুল রাজ। এ ছাড়াও অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালামসহ অনেকে।

- Advertisement - Visit the MDN site

Related Articles

- Advertisement - Visit the MDN site

Latest Articles