7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

প্রচ্ছন্ন প্রহর || আশরাফুল কবীর

প্রচ্ছন্ন প্রহর || আশরাফুল কবীর

বহুদিন এ রাস্তায় আসা হয়নি
খুঁজে দেখা হয়নি তীব্র কোলাহলের ভেতরেও
জনশূন্য হয়ে থাকা মেঘাত্যয়

- Advertisement -

কতো ঝড় মেঘবিস্ফোরণে তাড়িত হয়ে কাবু করে জ্বরে
মনের সংগোপিত কম্পার্টমেন্টে ব্যতিব্যস্ত থাকে শ্যামচাঁদ
শিশিরের আর্দ্রতায় বয়ান করে তার ধ্বনিকাব্য

মেঘেদের রঙ্গিন সুটকেসে বুঝি অনেক রহস্য!
বলো না দেবালয়, মাঝে মাঝে অবারিত আকাশটাকে
প্রচ্ছন্ন প্রহরেও কেন বড্ড রঙ্গিন মনে হয়?


আশরাফুল কবীর।
কবি, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক ও বই আলোচক।

- Advertisement -

Related Articles

Latest Articles