5.8 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

গ্রিসে চার হাজার বাংলাদেশির ৫ বছরের কর্মসংস্থান হবে

গ্রিসে চার হাজার বাংলাদেশির ৫ বছরের কর্মসংস্থান হবে

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বৈধ অভিবাসনের জন্য নতুন বাজার খুঁজছে সরকার। এরই মধ্যে চার হাজার বাংলাদেশির কর্মসংস্থানের জন্য গ্রিসের সঙ্গে চুক্তি হয়েছে। এছাড়া ইতালি, মাল্টাসহ ইউরোপীয় কয়েকটি দেশের সঙ্গে চুক্তির জন্য আলোচনা করছে সরকার।

- Advertisement -

বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, গ্রিসের সঙ্গে সম্পাদিত চুক্তিতে চার হাজার বাংলাদেশির ৫ বছরের জন্য কর্মসংস্থান হবে। এর ফলে অবৈধ অভিবাসন দ্রুত কমে আসবে বলে আমরা আশা করি। এ ধরনের চুক্তি করতে ইতালি ও মাল্টাসহ কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছি।

তিনি আরো বলেন, ইউরোপে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত আনার জন্য ইউরোপীয়ান ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশ বৈধ পথে অভিবাসন চায় এবং এই চুক্তি তার প্রতিফলন।

সূত্র : ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles