7.9 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

পরিচয় দিতেন ৪০ তম বিসিএসের এএসপি, ৩৫ মেয়ের সঙ্গে সম্পর্ক

পরিচয় দিতেন ৪০ তম বিসিএসের এএসপি, ৩৫ মেয়ের সঙ্গে সম্পর্ক - the Bengali Times I Bengali Newspaper in Canada
দেওয়ান মনিরুজ্জামান সোলাইমান কবির

ফেসবুকে অনার্স পড়ুয়া তরুণীর সাথে পরিচয়। নিজেকে এএসপি পরিচয়ে কয়েকদিন কথোপকথন। এক পর্যায়ে সম্পর্ক রুপ নেয় প্রেমে। এরপর মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে এসে ধরা পড়লেন ভুয়া এএসপি হিসেবে।

এমন প্রতারণার ঘটনা ঘটেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। সোমবার (১১ অক্টোবর) রাতে সোলায়মান কবির নামে এক যুবক নিজেকে ৪০তম বিসিএস সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে বিয়ের প্রস্তাব দিতে আসেন মেয়ের ফুলপুরের বাড়িতে।

- Advertisement -

একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ হয় তরুণীর বাবার। পরে থানায় খবর দিলে পুলিশ সোলায়মানকে গ্রেপ্তার করে। দেওয়া হয় প্রতারণার মামলা।

মঙ্গলবার (১২ অক্টোবর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান সোলাইমান কবিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোলাইমান শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কুচনিপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে। প্রতারণার কথা আদালতে স্বীকার করেছে সোলাইমান।

পুলিশ জানায়, এই ঘটনার আগে আরও ৩৫ মেয়ের সাথে প্রেমের প্রতারণা করেছে সোলাইমান কবির।

- Advertisement -

Related Articles

Latest Articles