20.9 C
Toronto
বুধবার, জুন ১২, ২০২৪

টিম হর্টনে গোপন ক্যামেরার ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার

টিম হর্টনে গোপন ক্যামেরার ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার
হ্যামিল্টনের টিম হর্টনের নারীদের বাথরুমে গোপন ক্যামেরা রাখার ঘটনায় ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

হ্যামিল্টনের টিম হর্টনের নারীদের বাথরুমে গোপন ক্যামেরা রাখার ঘটনায় ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, নারীদের রেস্টুরেন্ট একটি একটি সেলফোন পাওয়া যায়। হ্যামিল্টনের বাসিন্দা এমিলি হ্যাসলার সিটিভি নিউজ টরন্টোকে বলেন, তার বোন একটি আবর্জনার মধ্যে সেলফোনটি দেখতে পান। এ সময় তার শিশু সন্তান তার সঙ্গে ছিল। ফোনটি একটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, টিম হর্টনের কাপের মধ্যে টয়লেট পেপারে আবৃত একটি ফোন দেখা যায়। হ্যাসলার বলেন, এটা নিয়মের সুষ্পষ্ট লঙ্ঘন। এ ঘটনার পর আপনি অবশ্যই বিরক্ত হবেন।

- Advertisement -

ওই সময় হ্যামিল্টন পুলিশ এটা নিশ্চিত করে যে, সেলফোনটি যখন কর্মকর্তারা উদ্ধার করে তখনও এতে রেকর্ডিং হচ্ছিল।

এরপর ওই ঘটনায় গ্রেপ্তার ড্যানিয়েল সেন্ট্ আমরের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘোষণা দেয় পুলিশ। আমর টিম হর্টনের কর্মী নয় বলে জানিয়েছে পুলিশ। তদন্তের ব্যাপারে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles