6.1 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

জুলাইয়ে খুচরা বিক্রয় কমেছে ২.৫%

জুলাইয়ে খুচরা বিক্রয় কমেছে ২.৫%
জুলাইয়ে খুচরা বিক্রয় ২ দশমিক ৫ শতাংশ কমে ৬ হাজার ১৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে

জুলাইয়ে খুচরা বিক্রয় ২ দশমিক ৫ শতাংশ কমে ৬ হাজার ১৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। গ্যাসোলিন, পোশাক ও পোশাকের আনুষঙ্গিকের বিক্রি কমায় সাত মাসের মধ্যে প্রথমবারের মতো খুচরা বিক্রয় হ্রাস পেল। স্ট্যাটিস্টিকস কানাডার সাম্প্রতিক উপাত্তে এ তথ্য উঠে এসেছে।
স্ট্যাটিস্টিকস কানাডা জুলাইয়ে খুচরা বিক্রয় ২ শতাংশ হ্রাস পাবে বলে প্রাক্কলন করেছিল। যদিও সংস্থাটির প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, আগস্টে খুচরা বিক্রয় দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পাবে।

সিআইবিসির অর্থনীতিবিদ ক্যারিন চারবোনো বলেন, পণ্যের ভোগের পরিবর্তন ও উচ্চ সুদ হারের প্রভাব যে পড়তে শুরু করেছে জুলাইয়ের প্রত্যাশার তুলনায় দুর্বল উপাত্ত তারই সাক্ষ্য দিচ্ছে। ব্যাংক অব কানাডা সুদের হার বৃদ্ধির চক্রের চূড়ান্ত পর্বে প্রবেশ করায় এ ধরনের উপাত্তের দিকে চোখ থাকবে তাদের। অক্টোবরে আরও ৫০ শতাংশীয় পয়েন্ট সুদের হার বাড়বে বলে আমাদের প্রত্যাশা।

- Advertisement -

মূল্যস্ফীতির রাশ টানতে ব্যাংক অব কানাডা সেপ্টেম্বরের গোড়ার দিকে সুদের হার ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ২৫ শতাংশে উন্নীত করেছে। কানাডার কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধি সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের তারিখ নির্ধারিত আছে ২৬ অক্টোবর। ওই সময় ব্যাংক অব কানাডা তাদের মুদ্রানীতি প্রতিবেদনে অর্থনীতির পূর্বাভাস হালনাগাদও করবে।

স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, ১১টি উপখাতের মধ্যে ৯টির খুচরা বিক্রয়ই জুলাইয়ে কমেছে। গ্যাসোলিনের মূল্য ৯ দশমিক ২ শতাংশ হ্রাস পাওয়ার পাশাপাশি এর বিক্রয় কমেছে ১৪ দশমিক ২ শতাংশ। পরিমাণের হিসাবে গ্যাসোলিন স্টেশনগুলোতে পণ্যটির বিক্রি কমেছে ৭ শতাংশ। একই সময়ে পোশাক ও পোশাকের অনুষঙ্গের বিক্রি ৩ দশমিক ৩ এবং পোশাকের দোকানে বিক্রি ৩ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়া জুতার বিক্রি কমেছে ৬ দশমিক ৫ এবং জুয়েলারি, লাগেজ ও চামড়াজাত পণ্যের বিক্রি কমেছে দশমিক ৬ শতাংশ।

পেট, ক্যানাবিস, অফিস সাপ্লাই ও স্টেশনারি দোকানের মতো বিবিধ পণ্যের দোকানে বিক্রি কমেছে দশমিক ৭ শতাংশ। তবে গ্যাসোলিন, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ বাদ দিলে কোর খুচরা বিক্রয় কমেছে দশমিক ৯ শতাংশ। পরিমাণের হিসাবে জুলাইয়ে খুচরা বিক্রয় হ্রাস পেয়েছে ২ শতাংশ।

- Advertisement -

Related Articles

Latest Articles