-1.2 C
Toronto
মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

নকলের চিরকুটকে প্রেমপত্র ভেবে শিশুকে খুন

নকলের চিরকুটকে প্রেমপত্র ভেবে শিশুকে খুন

মর্মান্তিক ঘটনা। ১২ বছর বয়সী ছেলেকে এক মেয়ের ভাইয়েরাসহ একদল কিশোর কুপিয়ে হত্যা করেছে। গত সপ্তাহে ভারতের বিহার রাজ্যের ভুজপুর জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

- Advertisement -

খবরে বলা হয়, ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া বোনকে সহায়তা করতে পরীক্ষার হলে নকলের চিরকুট ছুড়ে মেরেছিল ভাই। কিন্তু নকলের সেই চিরকুট গিয়ে পড়ে আরেক ছাত্রীর কাছে। এতে ওই ছাত্রী মনে করে যে, চিরকুটটি প্রেমপত্র।

পরে পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে সে বিষয়টি তার ভাইদের জানায়। এরপর ভাইয়েরা তাদের বন্ধুদের নিয়ে ১২ বছরের ওই শিশুকে হত্যা করে। হত্যার পর তাকে টুকরা টুকরা করা হয়।

গত সোমবার পুলিশ মাহাতবানিয়া হল্ট স্টেশনের কাছে রেললাইনের পাশ থেকে শিশুটির লাশের টুকরা টুকরা অংশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ওই ছাত্রীর ভাই ও তার বন্ধুদের গ্রেফতার করেছে। তারা সবাই নাবালক। তাদের কিশোর হোমে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রথমে শিশুটির শিরশ্ছেদ করা হয়। এরপর তার হাত-পা বিচ্ছিন্ন করা হয়। নির্মম এ ঘটনায় ছেলেটির পরিবার ও গ্রামবাসী হতবাক ও শোকে স্তব্ধ হয়ে গেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles