8.3 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

ওই তো আমার বাবা! পাইলটের আসনে তাকিয়ে খুদে যাত্রীর উল্লাস

ওই তো আমার বাবা! পাইলটের আসনে তাকিয়ে খুদে যাত্রীর উল্লাস - the Bengali Times I Bengali Newspaper in Canada
ছবি সংগ্রহ

বাবার কাছে বিমানের অনেক গল্প শুনেছে সে। পাইলটের আসনে বসে কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় হাজার হাজার যাত্রীকে নিয়ে উড়ে যাচ্ছে এ গল্পও বাবার মুখে তার শোনা। কিন্তু পাইলটের আসনে বসে আছে বাবা, সেই সাদা পোশাক পরে, যে পোশাকটা তার খুবই পরিচিত-সরাসরি এ রকম কখনও অভিজ্ঞতা হয়নি তার।

কিন্তু সেই অভিজ্ঞতা যখন হল তখন ছোট্ট মেয়েটির চেহারায় দেখা গেল আনন্দের ঝলক। সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

- Advertisement -

সম্প্রতি ভারতের গোএয়ারের একটি দিল্লি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যাচ্ছে বিমানের আসনে ফাঁক দিয়ে উঁকি মারছে একটি বাচ্চা মেয়ে। হাতে বিমানের টিকিট। যাত্রীরা একে একে বিমানে উঠছেন। হঠাৎই তাদের মধ্যে দেখা গেল বিমানের পাইলটকে। তাকে দেখতেই আনন্দে ‘পাপা’ বলে চিৎকার করে উঠল মেয়েটি। পাইলটও তাকে দেখে হাত নাড়ালেন।

যে বাচ্চা মেয়েটির ভিডিও ভাইরাল হয়েছে তার নাম শানায়া মোতিহার। তার বাবা একজন পাইলট। শানায়া এবং তার মা যে বিমানে উঠেছিলেন ঘটনাচক্রে সেদিন সেই বিমানটি চালানোর দায়িত্ব পড়েছিল শানায়ার বাবার। পাইলটের আসনে বাবা, আর যাত্রীর আসনে মেয়ে! বাবাকে দেখতে পেয়েই উল্লসিত হয়ে পড়ে শানায়া।

শানায়া বলে, “এটাই আমার জীবনের সবচেয়ে সেরা বিমান সফর। বাবাকে খুব ভালবাসি। বাবাই আমার সবচেয়ে ভাল বন্ধু। তার সঙ্গে সময় কাটাতে খুব ভাল লাগে। মা যখন বলেছিল বাবা এই বিমানেই আমাদের সঙ্গে যাবে, খুব আনন্দ হয়েছিল।”

- Advertisement -

Related Articles

Latest Articles