11.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

রোনালদোর রেকর্ড গড়া হ্যাটট্রিকে পর্তুগালের বড় জয়

রোনালদোর রেকর্ড গড়া হ্যাটট্রিকে পর্তুগালের বড় জয় - the Bengali Times I Bengali Newspaper in Canada
ফাইল ছবি

ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড গড়া হ্যাটট্রিকে দাপুটে জয় পেয়েছে পর্তুগাল। বিশ্বকাপ বাছাইপর্বে সহজ প্রতিপক্ষ লুক্মেমবার্গকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগিজরা।

ঘরের মাঠ এস্তাদিও আলগার্ভেতে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ফার্নান্দো সান্তোসের দল। ৮ ও ১৩ মিনিটে পেনাল্টি থেকে দুটি গোল করেন রোনালদো।

- Advertisement -

সিআর সেভেন হ্যাটট্রিক পূরণ করেন ৮৭তম মিনিটে। মিডফিল্ডার রুবেন নেভেসের ক্রসে হেড থেকে জাল খুঁজে নেন রোনালদো। ক্লাব ও দেশের হয়ে ৩৬ বছর বয়সী ফরোয়ার্ডের এটি ৫৮তম হ্যাটট্রিক। আর আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১০ম হ্যাটট্রিক করলেন রোনালদো।

এর আগে, এই মাঠে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছিল পর্তুগাল। সেই ম্যাচেও দলের প্রথম গোলটি করেন রোনালদো।

এ নিয়ে দেশের জার্সিতে রেকর্ড ১১৫ গোলের দেখা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। গত মাসে আন্তর্জাতিক ফুটবলে ইরানের সাবেক স্ট্রাইকার আলী দায়ীর ১০৯ গোলের রেকর্ড ভেঙে দেন রোনালদো।

লুক্সেমবার্গের বিপক্ষেও জ্বলেছেন সিআর সেভেনের ওল্ড ট্রাফোর্ড সতীর্থ ব্রুনো ফার্নান্দেস। প্রথমার্ধের ১৭তম মিনিটে বার্নার্দো সিলভার পাসে পর্তুগালের তৃতীয় গোলটি করেন ২৭ বছর বয়সী মিডফিল্ডার। ৬৯তম মিনিটে হোয়াও পালহিনহাকে দিয়ে দলের চতুর্থ গোলটি করান ফার্নান্দেস।

এই জয়ে ‘এ’ গ্রুপে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল। সান্তোসের শিষ্যরা এক পয়েন্ট পিছিয়ে আছে আজারবাইজানকে ৩-১ গোলে হারানো সার্বিয়ার চেয়ে। তিনে থাকা লুক্সেমাবার্গের পয়েন্ট ৬।

গ্রুপে পর্তুগাল শেষ ম্যাচে মুখোমুখি হবে সার্বিয়ার। ইতিমধ্যে পর্তুগিজদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে তারা। তার আগে, রোনালদো-ফার্নান্দেসরা বাছাইপর্বে মুখোমুখি হবে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের।

- Advertisement -

Related Articles

Latest Articles