6.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সমন্বয়ের অভাবে জাতীয় গ্রিড বিপর্যয়, দায়ীদের চাকরি যাচ্ছে

সমন্বয়ের অভাবে জাতীয় গ্রিড বিপর্যয়, দায়ীদের চাকরি যাচ্ছে

চলতি মাসের শুরুতে বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের পেছনে দায়ীদের চিহ্নিত করার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেন, ‘গ্রিড বিপর্যয়ের পেছনে ব্যবস্থাপনার ব্যর্থতা দায়ী। দোষীদের দুই-এক দিনের মধ্যে চাকরিচ্যুত করা হবে।’

- Advertisement -

কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাধন সোসাইটি’ এ কর্মসূচির আয়োজন করে।

গত ৪ অক্টোবর দুপুর ২টার দিকে জাতীয় গ্রিডে বিপর্যয় হলে দেশের পূর্বাঞ্চল প্রায় সাত ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনায় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ—পিজিসিবি ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।

জাতীয় গ্রিড বিপর্যয়ের ১১ দিন পরে শনিবার প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘তদন্ত প্রতিবেদন এখনো লিখিতভাবে পাইনি। পিডিবি, ডিপিডিসি, ডেসকো এবং জাতীয় লোড ডেসপাস সেন্টারের সমন্বয়ের অভাবে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে।’

‘গ্রিড বিপর্যয়ের পেছনে কিছু মানুষের গাফিলতি একটি কারণ হিসেবে এসেছে। দায়ীদের নামগুলো বিদ্যুৎ বিভাগকে জানাতে বলেছি। রবিবার বা সোমবারের মধ্যে তাদেরকে চাকরিচ্যুত করা হবে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: ঢাকাটাইমস

- Advertisement -

Related Articles

Latest Articles