2.9 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

পা দেখেই বুঝে নিন সঙ্গীর স্বভাব

পা দেখেই বুঝে নিন সঙ্গীর স্বভাব - the Bengali Times I Bengali Newspaper in Canada

সঙ্গীর পা দেখেও জানা যাবে তার ব্যক্তিত্ব কেমন! সম্প্রতি ২০০০ জনের উপর করা এক সমীক্ষা অনুসারে এমনটিই জানিয়েছেন গবেষকরা। এতে দাবি করা হয়েছে, ছোট পায়ের পুরুষদের তুলনায় বড় পায়ের পুরুষরা অধিক বিশ্বাসঘাতক হন। এমনকি বিবাহিত হওয়া সত্ত্বেও এমন ব্যক্তিরা পরকীয়ায় জড়ান! অন্যদিকে যে পুরুষের পায়ের সাইজ ১০ এর বেশি তারা ৭ বা এর চেয়ে কম পায়ের সাইজ পুরুষদের তুলনায় দ্বিগুণ বিশ্বাসঘাতক হন।

- Advertisement -

সমীক্ষায় পায়ের পাতার আকারের ভিত্তিতে ব্যক্তির ব্যবহার সম্পর্কে যুক্তি দেখানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যাদের পায়ের সাইজ ১৩ বা তারও বেশি তাদের বিশ্বাসঘাতক হওয়ার সম্ভাবনা ২১ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

অন্যদিকে ১২ নম্বর পায়ের পুরুষ ২২ শতাংশ বিশ্বাসঘাতক হন। ১০ নম্বর পায়ের ২৫ শতাংশ পুরুষ প্রতারক হন। আবার ১১ নম্বর পায়ের ২৯ শতাংশ পুরুষ প্রতারক হয়ে থাকেন।

‘ইলিসিট এনকাউন্টারস’ নামক একটি ডেটিং সাইটের তরফে এই সমীক্ষা চালানো হয়। এই সাইটের মুখপাত্র জেসিকা লিওনি জানান, বড় পায়ের পুরুষরা বেশি লম্বা হন, হয়তো এ কারণে তারা অনেকেরই নজর কাড়েন।

এ সমীক্ষার নিন্দা জানিয়ে ৩৪ বছরের জেরেমি কলিন্স বলেন, আমার পায়ের নম্বর ৮। তাতে কি? আমি কখনো নিজের সঙ্গীকে অন্ধকারে রাখিনি। তিনি বলেন, এটি সম্মানের বিষয়। আমার পায়ের নম্বর কতো, তাতে কিছু এসে যায় না।

এই সমীক্ষায় অনেক তারকাদের সম্পর্কেও যাচাই করা হয়েছে। তারাও বিশ্বাসঘাতকতা করেছেন। এদের মধ্যে আছেন টাইগার উডস, হিউগ গ্র্যান্ট, লামার ওডোম ও আর্নল্ড সোয়ার্জেনেগারের নামও উঠে এসেছে, এঁদের প্রত্যেকের পায়ের নম্বর ১০ বা তার চেয়ে বেশি।

সূত্র: দ্য সান।

- Advertisement -

Related Articles

Latest Articles