7.3 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

শাহরুখ খানের ড্রাইভারের স্বীকারোক্তিতে চিন্তা বাড়ল আরিয়ানের, সামনে এল বড় তথ্য

শাহরুখ খানের ড্রাইভারের স্বীকারোক্তিতে চিন্তা বাড়ল আরিয়ানের, সামনে এল বড় তথ্য - the Bengali Times I Bengali Newspaper in Canada
ছবি সংগ্রহ

অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে যুক্ত ড্রাগস মামলায় একটি বড় তথ্য সামনে এসেছে। এনবিসি শনিবার শাহরুখ খানের ড্রাইভারকে দীর্ঘক্ষণ জেরা করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ড্রাইভার স্বীকার করেছে যে, সে আরিয়ান খান আর আরবাজ মার্চেন্টকে ক্রুজ টার্মিনালে ড্রপ করেছিল।

জানা গেছে, আদালতে শাহরুখের ড্রাইভারের বক্তব্য পেশ করবে এনসিবি। এমনকি তার জামিনের আবেদনের বিরোধিতা করা হবে।

- Advertisement -

তদন্তে আরও জানা গেছে, আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, প্রতীক গাওয়ার সঙ্গে আরও একজন সে দিন মান্নত থেকে একই সঙ্গে গাড়িতে করে বেরিয়েছিল। এমনকি ক্রুজ পার্টির কিছুদিন আগে তাদের মধ্যে ড্রাগস নিয়ে কথাও হয়েছিল, আর সেই বিষয়ে এনসিবির কাছে প্রমাণ আছে বলেও জানা গেছে।

এদিকে, শাহরুখপুত্রের ক্রুজ ড্রাগস মামলায় উঠে আসছে নতুন নতুন তথ্য। এনসিবি কর্মকর্তারা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন। শনিবার (৯ অক্টোবর) রাতেও এনসিবি কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছে, যাতে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও অংশ নিয়েছিলেন। এ ছাড়া গোড়েগাঁও এলাকায়ও চালানো হয় তল্লাশি অভিযান, হেফাজতে নেওয়া হয়েছে বেশ কয়েকজনকে।

গেল ২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলে একটি প্রমোদতরী থেকে বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খানের ছেলে আরিয়ান খানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে আরিয়ানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গত ৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার জেলে রয়েছেন আরিয়ান খান।

- Advertisement -

Related Articles

Latest Articles