5.8 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

‘আধুনিক নারীরা একা থাকতে চায়, সন্তান নিতে চায় না’

‘আধুনিক নারীরা একা থাকতে চায়, সন্তান নিতে চায় না’ - the Bengali Times I Bengali Newspaper in Canada
কে সুধাকর (ফাইল ছবি)

ভারতের কর্নাটক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর এবার আধুনিক ভারতীয় নারীদের নিয়ে অদ্ভূত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আধুনিক ভারতীয় রমনীরা একা থাকতে চান, বিয়ে হলেও তারা সন্তান জন্ম নিতে চান না এবং সন্তান চাইলেও সেটি সারোগেসির মাধ্যমে চান।

আজ রবিবার মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ইনিস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোলোজিক্যাল সায়েন্সে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন। সুধাকর আরও বলেছেন, ‘আজ, আমি দুঃখের সঙ্গে বলছি, ভারতে অনেক আধুনিক নারী অবিবাহিত থাকতে চায়। বিয়ে করলেও তারা সন্তান নিতে চান না। তারা সারোগেসি চান। আমাদের চিন্তাধারায় দৃষ্টান্তমূলক পরিবর্তন এসেছে, যা ভাল নয়।’

- Advertisement -

ভারতীয় সমাজে পশ্চিমা প্রভাব পড়েছে অভিযোগ করে সুধাকর জানিয়েছেন, মানুষ এখন তাদের অভিভাবকদের সঙ্গে রাখতে চায় না। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, আজ আমরা পশ্চিমা পথে চলছি। আমাদের বাবা-মাকে আমরা সঙ্গে রাখতে চাই না, দাদা-দাদীদের সঙ্গে রাখাতো ভুলেই গেছে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা।

- Advertisement -

Related Articles

Latest Articles