15.5 C
Toronto
রবিবার, জুন ১৬, ২০২৪

‘বিএনপির মুখে নিরপেক্ষ নির্বাচন ভূতের মুখে রাম নাম’

‘বিএনপির মুখে নিরপেক্ষ নির্বাচন ভূতের মুখে রাম নাম’

বিএনপির মুখে নিরপেক্ষ নির্বাচন ভূতের মুখে রাম নাম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

- Advertisement -

বুধবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই প্রহসনের নির্বাচন জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। তারা জনগণের নির্বাচনের অধিকার হরণ করেছিল। কাজেই বিএনপির মুখে নিরপেক্ষ নির্বাচন ভূতের মুখে রাম নাম।

আরও পড়ুন :: সীমান্তে মিয়ানমারের গোলাগুলি নিয়ে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, বিএনপি সব অপকর্ম ভুলতে চাইলেও জনগণ তাদের অতীত অপকর্ম ভুলে যায়নি। তারা এখন আন্দোলনের নামে রাজপথে আবারও সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকাল বিএনপির নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা দেখা যাচ্ছে, এটা কিসের আলামত? এটা কি জাতীয় পতাকার অবমাননা নয়?

কাদের বলেন, বিএনপি কখনও কোনো দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সাহস দেখাতে পারেনি। বিএনপি যখন দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলে তখন মানুষ হাসে।

বিএনপি নেতারা শেখ হাসিনা সরকারের মেগা প্রজেক্ট বাস্তবায়ন থেকে মেগা-হতাশায় ভুগছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

- Advertisement -

Related Articles

Latest Articles