1.5 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

‘জিনে ধরেছে’ বলে শিশুকে নদীতে চুবিয়ে হত্যা

‘জিনে ধরেছে’ বলে শিশুকে নদীতে চুবিয়ে হত্যা

গোপালগঞ্জের মুকসুদপুরে জিনে ধরার কথা বলে প্রতিবন্ধী শিশু হত্যা মামলায় নারী কবিরাজকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

রোববার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আদালতে ছিলেন না আসামি।

দণ্ডিতের নাম আকলিমা বেগম। তিনি মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের বাসিন্দা। নিহত ৯ বছর বয়সী নূর ইসলাম একই গ্রামের কছিম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন :: ‘ওভাই’ অ্যাপের বেতনে চালকদের ‘সংসার চলে না’

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ৯ মার্চ সকালে নূর ইসলামকে জিনে ধরেছে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আকলিমা। পরে শিশুটিকে কুমার নদীতে চুবিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করেনি তিনি। এরপর নূর ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় একটি হত্যা মামলা করেন মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই মো. মনিরুল ইসলাম। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন আদালতের বিচারক।

সূত্র : ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles