14.4 C
Toronto
শনিবার, জুন ১৫, ২০২৪

রোববার দেশব্যাপী বিএনপির বিক্ষোভ

রোববার দেশব্যাপী বিএনপির বিক্ষোভ

রবিবার রাজধানীসহ দেশের সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বিএনপি।

- Advertisement -

শুক্রবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর মিরপুর ৬ নম্বরে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ফখরুল বলেন, ‘ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পল্লবী জোনের সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এটা প্রতিরোধ করতে বিএনপি নেতাকর্মীরা যখন দাঁড়িয়ে থাকে তখন আমাদের নেতাকর্মীদেরকে সরিয়ে দেয়ার জন্য পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং শেষে গুলি ছোঁড়ে। এ হামলায় ৭৫ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু উপস্থিত ছিলেন।

সূত্র : ঢাকাটাইমস

- Advertisement -

Related Articles

Latest Articles