10 C
Toronto
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২

অর্ডার দিয়েছিলেন আইসক্রিম, তার বদলে এলো কনডম!

- Advertisement -

কোয়ম্বত্তূরের এক বাসিন্দা ডেলিভারি সংস্থার মাধ্যমে অর্ডার দিয়েছিলেন আইসক্রিম এবং চিপস। প্যাকেট বাড়িতে পৌঁছতেই চোখ কপালে উঠল ঐ ব্যক্তির। আইসক্রিম এবং চিপসের বদলে কনডমের প্যাকেট দিয়ে গিয়েছে ঐ ডেলিভারি সংস্থার ডেলিভারি বয়।

কনডমের প্যাকেটের ছবি তুলে টুইটারে পোস্ট দিয়ে পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন ঐ ব্যক্তি। আর তারপর থেকেই ভাইরাল এই পোস্ট। ঐ পোস্ট থেকে জানা যায়, ২৭ আগস্ট সন্তানদের আবদারে একটি খাবার ডেলিভারি সংস্থায় আইসক্রিম এবং চিপসের প্যাকেট অর্ডার করে পাঠান পেরিয়াস্বামী। ডেলিভারি আসার পর তিনি দেখেন তাকে খাবারের বদলে দুইটি কনডমের প্যাকেট পাঠানো হয়েছে।

এরপরই বিরক্ত হয়ে টুইটারে ঐ পোস্টটি পেরিয়াস্বামী করেন। বিষয়টি ঐ খাবার ডেলিভারি সংস্থার নজরে আসার পর তারা শীঘ্রই বিষয়টি সমাধান করেন। ঐ টুইটটি পেরিয়াস্বামী টুইটার থেকে পরে সরিয়েও দেন। তবে ততক্ষণে ঐ পোস্ট ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এই নিয়ে ঐ খাদ্য ডেলিভারি সংস্থাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে।

টুইটারে অনেকে আবার কৌতুকের ছলে যার কাছে কনডমের বদলে আইসক্রিম গিয়েছে, তার অবস্থা কী হয়েছে তা নিয়ে একাধিক মন্তব্য করেছেন।

Related Articles

Latest Articles