1.9 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল চক্রের তিনজন গ্রেফতার

আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল চক্রের তিনজন গ্রেফতার - the Bengali Times I Bengali Newspaper in Canada
গ্রেফতার তিনজন

রাজশাহীতে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এক শিক্ষককে (৫০) বাড়িতে ডেকে ব্ল্যাকমেল করার অভিযোগে এদের গ্রেফতার করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মহানগরীর সুলতানাবাদ এলাকার আতিকুর রহমান ওরফে বাপ্পি (৩২), খড়বোনা নদীরধার এলাকার কোহিনুর ওরফে রাত্রী (৪৩) এবং পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামের নার্গিস নাহার ওরফে হেলেনা (৫২)। এ চক্রে সারোয়ার হোসেন ওরফে রনি নামে আরেকজন আছেন। তাঁর বাড়ি শালবাগান এলাকায়। ঘটনার পর থেকে তিনি পলাতক।

- Advertisement -

তিনজনকে গ্রেফতারের পর গতকাল মঙ্গলবার দুপুরে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, ভুক্তভোগী ওই শিক্ষক গত ২ অক্টোবর রাজশাহী শিক্ষাবোর্ডে গিয়েছিলেন। সেখানে নার্গিস নাহারের সঙ্গে তাঁর দেখা হয়। নার্গিস নাহার তাঁর নাতিসহ তিন-চারজন ছাত্রকে পড়ানোর জন্য ওই শিক্ষককে প্রস্তাব দেন। ওই শিক্ষক প্রস্তাবে রাজি হন। কথা অনুযায়ী সেদিন বিকালে মহানগরীর শালবাগানে নার্গিসের ভাড়া বাসায় গেলে তাঁকে আটকে রাখা হয়।

এরপর কোহিনুর ওরফে রাত্রীর সঙ্গে জোরপূর্বক তাঁর আপত্তিকর ছবি তোলা হয়। এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই শিক্ষকের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৮ হাজার ২০০ টাকাও হাতিয়ে নেয় চক্রটি। কৌশলে সেখান থেকে ছাড়া পেয়ে ওই শিক্ষক পুলিশকে বিষয়টি জানালে তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আরও জানান, চক্রের চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক। মামলার তিন আসামিকে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য এক আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles