19.2 C
Toronto
রবিবার, জুন ১৬, ২০২৪

অল্পের জন্য প্রাণে বাঁচলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

অল্পের জন্য প্রাণে বাঁচলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার। তাকে লক্ষ্য করে হামলাকারী বন্দুকধারীর অস্ত্র জ্যাম হওয়া যাওয়ায় বেঁচে গেছেন তিনি।

- Advertisement -

প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে, ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে ঘিরে ছিলেন সমর্থকরা। ওই সময় তাকে লক্ষ্য করে অস্ত্র তাক করেছিল বন্দুকধারী। ওই বন্দুকধারী ৩৫ বছর বয়সী ব্রাজিলের নাগরিক। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা দিতে শুক্রবার আদালতে গিয়েছিলেন ফার্নান্দেজ। আদালত থেকে বের হওয়ার পর এ ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ জানিয়েছেন, বন্দুকটিতে পাঁচটি গুলি ছিল। কিন্তু বন্দুকধারী ট্রিগারে চাপার পর গুলি কোনো কারণে বের হয়নি।

সামাজিক ভিডিওতে দেখা গেছে, ভিড়ের মধ্য থেকে বন্দুকটি বের হচ্ছে এবং ফার্নান্দেজ ডি কির্চনার এটি এড়ানোর চেষ্টা করছিলেন। এসময় তিনি ভয়ে কান ঢেকে বসে পড়েন।

- Advertisement -

Related Articles

Latest Articles