-0.3 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বন্যাদুর্গতদের দেখতে গিয়ে বোতলের পানিতে পা ধুলেন এমপি

বন্যাদুর্গতদের দেখতে গিয়ে বোতলের পানিতে পা ধুলেন এমপি

পাকিস্তানে ভয়াবহ বন্যায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পানিবন্দি দেশটির এক-তৃতীয়াংশ এলাকার বাসিন্দারা। এক ফোটা সুপেয় পানির জন্য চারদিকে হাহাকার। তখনই দুর্গতদের সামনে বোতলের পানি দিয়ে পা ধুয়ে বিতর্কের মুখে পড়েছেন সিন্ধের এক এমপি।

- Advertisement -

মঙ্গলবার জিও নিউজের খবরে বলা হয়, স্থানীয় এমএনএ (এমপি) আমীর আলি শাহ জিলানি সিন্ধের সংহার এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন। সেই সময়ের বিতর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেই ভিডিওতে দেখা যায়, নেতা আমীর আলি খাটিয়ার ওপর রাজকীয় ভঙ্গিতে বসা। তার সামনে মাটি বন্যাদুর্গতরা বসে রয়েছেন আর তারপাশে নিরাপত্তাকর্মী ও সমর্থকেরা দাঁড়িয়ে আছেন। এ সময় বন্যাদুর্গতদের সামনেই সফট ড্রিংক পান করেন আমীর আলি। এরপর এক বোতল পানি দিয়ে পা-ও পরিষ্কার করেন।

বিপদে পড়া অসহায় মানুষদের সামনে স্থানীয় এমপির এমন আচরণে পাকিস্তানে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles