9.2 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

রোগীকে লাথি মেরে চিকিৎসক বললেন, ‘ইসলামিক আইনে ঠিক আছে’

রোগীকে লাথি মেরে চিকিৎসক বললেন, ‘ইসলামিক আইনে ঠিক আছে’
পা ধরে আছেন রোগী পাশে চিকিৎসক আকরাম এলাহী

রোগীকে মারধর ও লাথি মারার অভিযোগ উঠেছে শরীয়তপুর সদর হাসপাতালের এক চিকিৎকের বিরুদ্ধে। ওই ঘটনার একটি ভিডিও আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে দেখা যায়, চিকিৎসা নিতে আসা এক রোগীকে এলোপাতাড়ি লাথি মারছেন শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আকরাম এলাহী। পা ধরে ক্ষমা চাওয়ার পরও ওই রোগীকে মারধর করেন চিকিৎসক।

- Advertisement -

এ বিষয়ে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আকরাম এলাহী বলেন, ‘আমার অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত দিছে। তাই মারছি, এতে আমার কোনো দোষ নাই। ইসলামিক আইন অনুযায়ী ঠিক আছে।’

ডা. আকরাম এলাহীর অফিস সহকারী আতাউর বলেন, ‘আমি অসুস্থ মানুষ। ওই লোক আমার বুকে থাপ্পড় মারছে। এরপরও আমি কিছুই বলিনি। শুধু স্যারের কাছে অভিযোগ দিয়েছি।’

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান বলেন, ‘ওই রোগী কোনো অভিযোগ করেনি। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।’

- Advertisement -

Related Articles

Latest Articles