1.5 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

থাইল্যান্ডে নাইট ক্লাবে অগ্নিকাণ্ড, ১৩ জনের মৃত্যু

Thailand : থাইল্যান্ডে নাইট ক্লাবে অগ্নিকাণ্ড, ১৩ জনের মৃত্যু - the Bengali Times

থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে, এছাড়া আহত হয়েছেন আরও ৩৫ জন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত নাইট ক্লাবটিতে আগুন ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।

- Advertisement -

থাই পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। বলা হয়েছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে অবস্থিত থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি নাইটক্লাবে বৃহস্পতিবার আগুন লেগে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

কর্নেল উত্তিপং সোমজাই রয়টার্সকে ফোনে জানান, নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা সবাই থাই নাগরিক। এদিকে, ব্যাংকক পোস্ট জানিয়েছে, অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৪ জন। আহত হয়েছেন আরও ৪১ জন।

সূত্র : রয়টার্স ও সিএনএন।

- Advertisement -

Related Articles

Latest Articles