25.5 C
Toronto
সোমবার, আগস্ট ৮, ২০২২

খোঁজ মিলল সেই বৃদ্ধের, সিনেমা দেখতে শর্ত দিলেন তিনি

- Advertisement -
খোঁজ মিলল সেই বৃদ্ধের, সিনেমা দেখতে শর্ত দিলেন তিনি
লুঙ্গি পরা বৃদ্ধের কাছে টিকিট বিক্রি না করার ঘটনায় যা জানালো স্টার সিনেপ্লেক্স

লুঙ্গি পরে এক বৃদ্ধ ‘পরাণ’ সিনেমা গিয়েছিলেন স্টার সিনেপ্লেক্সে। কিন্তু শুধুমাত্র লুঙ্গি পরার কারণে তাকে টিকিট দেয়া হয়নি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠেছে।

অবশেষে সেই ব্যক্তির খোঁজ মিলেছে। তার নাম আমান আলী সরকার। বাড়ি সিরাজগঞ্জ। ঢাকায় ছেলের মিরপুরের বাসায় বেড়াতে এসে সনি স্কয়ারে গিয়েছিলেন সিনেমা দেখতে।

তার ছেলে শফি আলম গণমাধ্যমকে বলেন, আমার বাবা লুঙ্গি পরে সিনেমা হলে যাওয়ায় তাকে টিকিট দেওয়া হয়নি। আমরাও লুঙ্গি পরি, এমনটা কেন করা হবে? আমার বাবা আর সিনেমা দেখতে হলে যাবে না। যদি ‘পরাণ’ সিনেমার নায়ক-নায়িকা বাবাকে হলে নিয়ে সিনেমা দেখায়, তাহলে যাবে।

গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাদা দাড়ির ষাটোর্ধ্ব সেই ব্যক্তি ৩৫০ টাকা নিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে। লুঙ্গি পরে আসায় তাকে টিকিটি দিচ্ছে না হলের টিকিট সেলার।

বাংলা চলচ্চিত্র নামে চলচ্চিত্রবিষয়ক একটি গ্রুপে সেই বৃদ্ধের ছবি ও ভিডিও পোস্ট করে ঘটনা তুলে এনেছেন কাওসার আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles