11.4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

লং-টার্ম কেয়ার মন্ত্রণালয়ের নিয়মে পরিবর্তন

লং-টার্ম কেয়ার মন্ত্রণালয়ের নিয়মে পরিবর্তন
ছবিকার্লোস ওজারিও রয়টার

লং-টার্ম কেয়ার হোমের বাসিন্দাদের মধ্যে উচ্চ হারে ভ্যাকসিনেশনের মাধ্যমে তাদের সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ করে দিয়েছে প্রাদেশিক সরকার। শনিবার থেকে যা কার্যকর হয়েছে। তবে এক্ষেত্রে কিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছে। যেমন সাক্ষাৎ হতে হবে আউটডোরে এবং একসঙ্গে দুইজনের বেশি অতিথি থাকতে পারবেন না। সেই সঙ্গে মাস্ক পরিধান করতে হবে এবং যারা এখনও পুর্ণাঙ্গভাবে ভ্যাকসিনেটেড হননি তাদের ক্ষেত্রে শারীরিক দূরত্বের প্রটোকল মেনে চলতে হবে।

অটোয়া এলাকার একটি লং-টার্ম কেয়ার হোমে গত শনিবার বাবার সঙ্গে দেখা করতে যান এসথার হ্লাদকোভিচ। গত ১০ মাসের মধ্যে এটাই বাবার সঙ্গে তার প্রথম সরাসরি সাক্ষাৎ, যেখানে মাঝখানে কোনো প্রতিবন্ধক ছিল না। দেখা তো হয়েছেই, ৯০ বছর বয়সী বাবাকে ছুঁয়েছেন, আলিঙ্গনও করেছেন।

- Advertisement -

হ্লাদকোভিচ বলছিলেন, বাবার কাছ থেকে যে আওয়াজটা শুনেছি তা অনেকটা আহত প্রাণির মতো। আমি একটুও মিথ্যা বলছি না। পরিবারের কোনো সদস্যের একটু স্পর্শ পেতে দীর্ঘদিন তিনি অপেক্ষা করে ছিলেন। তাকে ছোঁয়ার পর আমি কান্না ধরে রাখতে পারিনি। বাবাকে সচরাচর কাঁদেন না। কিন্তু তার চোখও ভেজা দেখেছি সেদিন।

লং-টার্ম কেয়ার মন্ত্রণালয়ের নিয়মে পরিবর্তনের এই ঘোষণা দিয়েছে মাত্র ২৪ ঘণ্টা সময় হাতে রেখে। তাই অনেক লং-টার্ম কেয়ার হোম শনিবারও বাসিন্দাদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়নি। অনেকে নাম নিবন্ধন করলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। এদের একজন অটোয়ার বাসিন্দা লরা রিভেস্ট, যার মা রয়েছেন টরন্টোর একটি লং-টার্ম কেয়ার হোমে।

তিনি বলছিলেন, কেয়ার হোমগুলোর পরিকল্পনা সেটা শোনার অপেক্ষায় আছি আমি। খবর পাওয়ামাত্রই আমি নাম নিবন্ধন করব। আশা করি আমি আমার মায়ের সঙ্গে সশরীরে সাক্ষাতের সুযোগ পাব।

- Advertisement -

Related Articles

Latest Articles