16.9 C
Toronto
সোমবার, মে ২৯, ২০২৩

ভোঁতা কিছুর সঙ্গে ধাক্কায় মারা গেছেন ইভানা ট্রাম্প, ময়নাতদন্ত রিপোর্ট

ভোঁতা কিছুর সঙ্গে ধাক্কায় মারা গেছেন ইভানা ট্রাম্প, ময়নাতদন্ত রিপোর্ট
মেয়ে ইভাংকার সঙ্গে ২০০১ সালের ফাইলছবিতে ইভানা ট্রাম্প ডানে এএফপি

ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প শরীরের ওপরের দিকের অংশে ‘ভোঁতা কোনো কিছুর সঙ্গে ধাক্কার’ জেরে মারা গেছেন। নিউ ইয়র্ক সিটির মেডিক্যাল পরীক্ষকের দপ্তর এ কথা জানিয়েছে।

পরীক্ষার প্রতিবেদনে আরো জানানো হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্টের ৭৩ বছর বয়সী সাবেক স্ত্রীর বৃহস্পতিবারের মৃত্যু দুর্ঘটনাজনিতই ছিল।

- Advertisement -

মার্কিন মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইভানা ট্রাম্প তার নিউ ইয়র্ক সিটির ফ্ল্যাটের সিঁড়ি থেকে পড়ে মারা গেছেন।

সাবেক চেকোশ্লোভাকিয়ায় জন্ম নেওয়া ইভানার সঙ্গে ১৯৭৭ সালে ডোনাল্ড ট্রাম্পের বিয়ে হয়। এর ১৫ বছর পর ১৯৯২ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের।

সাবেক স্ত্রীর মৃত্যুর পর ট্রাম্প বলেন, ‘তিনি ছিলেন একজন বিস্ময়কর সুন্দর এবং দারুণ নারী। এক দুর্দান্ত আর অনুপ্রেরণামূলক জীবন কাটিয়েছেন তিনি। ’

ইভানা ও ডোনাল্ড ট্রাম্পের ঘরের সন্তান তিনটি – ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিক ট্রাম্প। সূত্র : বিবিসি।

- Advertisement -

Related Articles

Latest Articles