22 C
Toronto
বুধবার, আগস্ট ১০, ২০২২

ললিত মোদির সঙ্গে বিয়ের প্রসঙ্গে যা বললেন সুস্মিতা সেন

- Advertisement -
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড তারকা সুস্মিতা সেন ও আইপিএলের প্রথম চেয়ারম্যান ললিত মোদির প্রেমের জোর গুঞ্জন চলছে। কেউ কেউ আবার বলছেন, তারা বিয়ে করেছেন। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন সুস্মিতা সেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুস্মিতা সেন তার দুই মেয়ে রেনে আর আলিশাকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি আনন্দে আছি। কোনো বিয়ে নয়, কোনো আংটি নয়, নিঃস্বার্থ ভালবাসায় আমি পরিবেষ্টিত। অনেক উত্তর দেওয়া হয়েছে। এবার কাজে মন দেওয়া উচিত।’

গতকাল বৃহস্পতিবার রাত থেকে গুঞ্জন চলছে ললিত-সুস্মিতার প্রেমের। সুস্মিতা সেনের সঙ্গে একের পর এক ছবি দিচ্ছেন ললিত। কখনও তাঁর কাঁধে মাথা রেখেছেন সুস্মিতা। কখনও আবার বুকে মাথা রেখেছেন। শুধু ছবি নয়, একে অপরের প্রেমে যে হাবুডুবু সে কথাও স্পষ্ট ললিতের টুইটে।

ললিত মোদি ঘোষণা করেন ‘নতুন জীবন’ শুরুর কথা। তিনি লিখলেন, ‘পরিবারের সঙ্গে মলদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়িয়ে লন্ডনে এলাম। আমার বেটার হাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু। দুর্দান্ত উপভোগ করছি।’

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles