7.4 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

আদালতেই বিচ্ছেদ মামলা, আদালতেই লাল শাড়িতে বিয়ে

আদালতেই বিচ্ছেদ মামলা, আদালতেই লাল শাড়িতে বিয়ে
স্বামী স্ত্রীকে বুঝিয়ে নিজে সাক্ষী হয়ে বিয়ের ব্যবস্থা করেন বিচারক

অন্যদিনের মতোই চাঁপাইনবাগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতে চলছিল বিচারকাজ। বুধবার (১৫ জুন) দুপুরে একটি বিচ্ছেদ মামলার শুনানিতে আদালতে ৮ মাসের সন্তানকে কোলে নিয়ে আসেন এক মা। জ্যেষ্ঠ বিচারক হুমায়ুন কবীর বিষয়টা দেখে স্বপ্রণোদীত হয়ে মামলার দুই আইনজীবীকে বলেন, ‘বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলতে চান।’

আদালতের এ পর্যবেক্ষণ ও ঘটনার পূর্বাপর সম্পর্কে বলতে গিয়ে আইনজীবী আবদুল কালাম আজাদ জানান, গোমস্তাপুরের নাদিম আলী ও শিউলি বেগমের ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিয়ে হয়। এরপর নানান কারণে তালাক হয়। তখন শিউলি বেগম অন্তঃসত্ত্বা ছিলেন। এরপর ২০২১ সালের শিউলি বেগম বাদী হয়ে মামলা করে। আদালতে মামলা চলমান অবস্থায়ই ২০২১ সালের ২৬ নভেম্বর জন্ম নেয় সন্তান। প্রায় এক বছর থেকে মামলাটি চলছে।

- Advertisement -

 

- Advertisement -

Related Articles

Latest Articles