11.7 C
Toronto
মঙ্গলবার, জুন ২৮, ২০২২

কানাডায় চাকুরী পেতে হলে রেফারেন্স বেশ গুরুত্বপুর্ণ

- Advertisement -
কানাডায় চাকুরী পেতে হলে রেফারেন্স বেশ গুরুত্বপুর্ণ
ছবি/ এরিক পোরজেট

“ভাইয়া আমার একসাথে দুই প্রতিষ্ঠানে চাকুরী হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদেই। অনেক ধন্যবাদ আপনাকে সহায়তার জন্য।” এটা গত পরশুর কথা। ফোনে জানিয়েছেন একজন। গতকাল আরেকজন বারবার ধন্যবাদ দিচ্ছিল। নতুন কানাডায় এসেছে। ৭ মাস হলো। তাঁর চাকুরী হয়েছে সিআইবিসি ব্যাংকে।

মক, ইন্টারভিউ প্র্যাকটিস, জব সার্চের কৌশল শেখানোসহ বিভিন্ন সহায়তা দিয়েছিলাম তাঁকে। আজ রেফারেন্স দিলাম অন্য একজনের জন্য। কিছুক্ষণ পর তাঁর কাছ থেকেও ফোন ফেলাম। চাকুরী হয়েছে। ফরেস্টার রিসার্চে এসোসিয়েট হিসেবে। সেজন্য ধন্যবাদ জানিয়েছে। কয়েকমাস আগে চাকুরী হয়েছে আরেকজনের কানাডা রেভিনিউ এজেন্সিতে।

চাকুরী পাওয়া এদের রেফারেন্স ছিলাম আমি। আরেকটা গুরুত্বপুর্ণ বিষয হলো কানাডায় এরা কেউ পড়াশোনা করেনি। সবার বাংলাদেশের ডিগ্রী। তবে এদের দুইজন কানাডিয়ান সেন্টারে চাকুরী ও একজন ভলান্টিয়ারের সাথে জড়িত ছিল। অন্যজন কাজ করেছে বায়েসে। কাজের অভিজ্ঞতা এবং সুপারভাইজার হিসেবে আমার রেফারেন্স বেশ কাজে লেগেছে

বলেই মনে হচ্ছে। কানাডায় চাকুরী পেতে হলে ভলান্টিয়ার, রেফারেন্স এবং জব সার্চের কৌশলগুলো জানা বেশ গুরুত্বপুর্ণ বলে মনে করি। আশা করছি তাঁরা চাকুরীতে ভাল করবে। সবার জন্য শুভকামনা।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles