1.5 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সাইকেলে করে পালিয়ে রাশিয়ান গোলা থেকে বাঁচলেন তিনি

সাইকেলে করে পালিয়ে রাশিয়ান গোলা থেকে বাঁচলেন তিনি
ছবি বিবিসি অনলাইন

রাশিয়ান সেনারা তখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোডোনেটস্কে ব্যাপক বোমা বর্ষণ করছে। আর আকাশে উড়ছিল রায়িশান বোমারু বিমান। ঠিক সেই সময় এক ইউক্রেনীয় সাইকেল চালিয়ে শহরটি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

ইউক্রেনের ওই নাগরিকের নাম আরিফ বাগিরভ (৪৫)। আরিফ বলেছেন, এই যাত্রা ছিল সবচেয়ে ‘ক্ষেপাটে ভ্রমণ’ এবং এমনটা তার জীবনে আর কখনো ঘটেনি। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর দিয়েছে।

- Advertisement -

তিনি বলেন, সেখানে প্রচুর গোলাবর্ষণ হচ্ছিল এবং অন্তত দুটি বিমান হামলা আমার খুব কাছে হয়েছিল। তিনি জানান, তিনি সেভেরোডোনেটস্ক থেকে ৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে বখমুত শহরে পৌঁছান।

আরিফ বলেন, আমি জানতাম যদি একটি গোলা রাশিয়ান সেনাদের কাছাকাছি পড়ে তাহলে ওই এলাকায় আর গুলিবর্ষণ হয় না। আমি এই কৌশল ব্যবহার করে অক্ষত অবস্থায় বখমুত পৌঁছাই।

তিনি বলেন, সেখানে রাস্তায় গর্ত ছিল। গাড়িসহ সবকিছু ভেঙে গেছে। শহরটির সবখানে ধ্বংসাবশেষ পড়ে ছিল। কারণ রাস্তাটি মহাসড়কে উঠার সংযোগ সড়ক। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ সেখানে কোনো মৃতদেহ পড়ে ছিল না। তবে আপনি বলতে পারেন সেখানে মানুষ মারা গেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles