16.1 C
Toronto
সোমবার, জুন ২৭, ২০২২

১৭ বছরের লিভইন সম্পর্ক, ৫৪ বছরে বিয়ে করলেন নির্মাতা

- Advertisement -
১৭ বছরের লিভইন সম্পর্ক, ৫৪ বছরে বিয়ে করলেন নির্মাতা - The Bengali Times
ছবি সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর ধরে লিভইনে ছিলেন বলিউড নির্মাতা হংসল মেহতা। ‘আলীগড়’, ‘ওমের্তা’, ‘শহিদ’-এর মতো সিনেমার পরিচালক তিনি। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

দীর্ঘ লিভইন শেষে এবার ৫৪ বছরে এসে কাগজ-কলমে বিয়ে করলেন তিনি। পাত্রী সাফিনা হোসাইন। এর সঙ্গেই ১৭ বছর লিভ ইন সম্পর্কে মেহার। তাদের ঘরে রয়েছে দুই সন্তান।

২৪ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। খবর বলিউড হাঙ্গামার। সামাজিক পাতায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন হংসল মেহতা।

বিয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে হংসল মেহতার ভাষ্য, ‘১৭ বছর পর, আমাদের দুটি সন্তান। ছেলেদের বড় হতে দেখে বাঁধা পড়ার সিদ্ধান্ত নিয়েছি। বরাবরের মতো এটিও অনেক দেরিতে এবং অপরিকল্পিত। শেষ পর্যন্ত ভালোবাসা অন্য সবকিছুর আগে প্রাধান্য পায়।’

হংসল মেহতার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে সুনীতার সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। সেই ঘরে দুই সন্তান রয়েছে তাঁর। সেই সংসারের ইতি টানার পর সাফিনার সঙ্গে সম্পর্কে জড়ান হংসল।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles