1.6 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

এক ছাতার দাম দেড় লাখ টাকা, তবুও পড়ে বৃষ্টি

এক ছাতার দাম দেড় লাখ টাকা, তবুও পড়ে বৃষ্টি - the Bengali Times
ছবি চীনের দামি ছাতা

ফ্যাশন দুনিয়ায় ছাতা বেশ হইচই সৃষ্টি করেছে চীনের বাজারে। কারণ বিশেষ এ দামি ছাতাটি কেবল রোদে ব্যবহারের জন্যই।

বৃষ্টির দিনে এ ছাতা ব্যবহারে কোনো লাভ না থাকায় অনেকেই চটেছেন এ দামি ছাতার ওপর। বেশি টাকা খরচ করেও রোদ ও বৃষ্টি উভয় সময় ছাতা ব্যবহার করার সুবিধা না থাকায় তোপের মুখে পড়েছে ফ্যাশন সংস্থা।

- Advertisement -

আকাশছোঁয়া দামের এ ছাতাটি এনেছে বিখ্যাত ফ্যাশন সংস্থা গুচ্চি ও ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। যৌথভাবে ছাতাটি প্রস্তুত করে এ দামি ছাতা চীনের বাজারে ছাড়া হলে ফ্যাশনপ্রিয় মানুষের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও অসন্তোষ ছড়িয়ে পড়ে।

বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে প্রায় দেড় লাখ লাখ টাকা। অথচ এ দামি ছাতা প্রয়োজনে কোনো কাজে আসবে না। চীনের নিজস্ব নেটমাধ্যম উইবোতে এ ছাতার ছবি ভাইরাল হলে ছাতাটি ভিউ হয় প্রায় ১৪ কোটি।

ছাতাটি দেখে অনেকেই নেতিবাচক কমেন্টস করেছেন। কেউ বলেছেন, এটি সস্তা জনপ্রিয়তা লাভের কৌশল। আবার কেউ বলছেন, পুঁজিবাদের নগ্ন প্রদর্শন। এই সব নেতিবাচক কমেন্টের কারণে শেষ পর্যন্ত পণ্যটি থেকে ছাতা শব্দটি সরিয়ে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: আনন্দবাজার

- Advertisement -

Related Articles

Latest Articles