2.9 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

জিটিএতে গ্যাসের দাম লিটারপ্রতি ২.১০ ডলারের পথে

জিটিএতে গ্যাসের দাম লিটারপ্রতি ২.১০ ডলারের পথে - the Bengali Times
ছবি কর্কি লাই

গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) গ্যাসের দাম মে মাস শেষে লিটারপ্রতি ২ দশমিক ১০ ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন এক বিশ্লেষক। রাশিয়ার ইউক্রেন অভিযানের পরিপ্রেক্ষিতে বাড়তে থাকা গ্যাসের দাম এরই মধ্যে লিটারপ্রতি ১৯৫ দশমিক ৯ সেন্টে পৌঁছেছে।

গ্যাসের দাম এখানেই থামার কোনো সম্ভাবনা দেখছেন না কানাডিয়ান ফর অ্যাফোর্ডেবল এনার্জির প্রেসিডেন্ট ড্যান ম্যাকটিগ। সিপি২৪কে তিনি বলেন, মে মাসের শেষ নাগাদ লিটারপ্রতি গ্যাসের দাম ২ ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা লিটারপ্রতি ২ দশমিক ১০ ডলা দেখতে পাচ্ছি এবং আগামী দুই সপ্তাহে এর সঙ্গে আরও ১০ সেন্ট যোগ হবে।

- Advertisement -

ইউক্রেন যুদ্ধের পাশাপাশি এ বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্তও মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। সপ্তাহের গোড়ার দিকে ম্যাকটিগ এক পূর্বাভাসে বলেছিলেন, মে মাসের মধ্যেই গ্যাসের খরচ লিটারপ্রতি ২ ডলারে উন্নীত হবে। কিন্তু দাম এর চেয়েও বেশি হারে বাড়ছে। আমার ধারণার চেয়ে এক বা দুই সপ্তাহ আগে গ্যাসের দাম সর্বোচ্চে পৌঁছে যাচ্ছে। মে মাসের দ্বিতীয় থেকৈ চতুর্থ সপ্তাহের মধ্যে গ্যাসের সর্বোচ্চ মূল্য দেখতে পাবো বলে আমার ধারণা ছিল।

২০২১ সালের মে মাস থেকে গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ওই সময় চালকদের প্রতি লিটার গ্যাস বাবদ খরচ করতে হতো ১ দশমিক ৩০ ডলার। তবে জ¦ালানির মল্যবৃদ্ধি সত্ত্বেও গো এবং আপ এক্সপ্রেসে ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মেট্রোলিংকসের একজন মুখপাত্র।

- Advertisement -

Related Articles

Latest Articles