11.6 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

সংক্রমণের তৃতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

সংক্রমণের তৃতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান
প্রিমিয়ার ডগ ফোর্ডছবি ফোর্ড নেশনস

অন্টারিওর কিছু অংশে নতুন করে কোভিড-১৯ এর সংক্রমণ দ্রুত বাড়ছে এবং প্রদেশটি সংক্রমণের তৃতীয় ঢেউয়ে প্রবেশ করেছে বলে জানিয়েছে অন্টারিও কোভিড-১৯ সায়েন্স অ্যাডভাইজরি টেবিল। কোভিড-১৯ সায়েন্স অ্যাডভাইজরি টেবিল অন্টারিওর প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ সরকারকে স্বাধীন পরামর্শ ও বিশ্লেষণ দিয়ে সহায়তা করে আসছে। তারা বলছে, নতুন ভ্যারিয়েন্টগুলোই সংক্রমণের হার বৃদ্ধিতে ভূমিকা রাখছে। ১৫ মার্চ আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৪৮৯ জন। এর মধ্যে ৭৩৩ জনের শরীরে নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এ অবস্থায় নাগরিকদের খুবই সতর্ক থাকার পাশাপাশি এক সেকেন্ডের জন্যও অসাবধান না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রিমিয়ার ডগ ফোর্ড। মঙ্গলবার বিকালে টরন্টোর হাম্বার কলেজে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, হ্যাঁ, এটা সত্যি যে, আমরা ভ্যাকসিন দিচ্ছি। তারপরও এক সেকেন্ডের জন্যও অসতর্ক হওয়া যাবে না। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সার্বক্ষণিক মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আমাদের।

- Advertisement -

অন্টারিওতে সংক্রমণের তৃতীয় ঢেউয়ের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের ডগ ফোর্ড বলেন, সায়েন্সে টেবিলের কাছ থেকে সংবাদটি শুনেছি এবং তাদের বক্তব্যের প্রতি আমার সম্মান আছে। সংক্রমণ বৃদ্ধি নিয়ে অন্টারিও জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা. ডেভিড উইলিয়ামসের সঙ্গে বসব। তবে এই মুহূর্তে অন্টারিওবাসীর প্রতি আমার আবেদনÑখুব বেশি সতর্ক থাকুন।

- Advertisement -

Related Articles

Latest Articles