18.7 C
Toronto
রবিবার, জুন ২৬, ২০২২

বাবা শাহরুখের জন্য শুটিংয়ে ফাঁকি দিতে রাজি নন সুহানা

- Advertisement -
বাবা শাহরুখের জন্য শুটিংয়ে ফাঁকি দিতে রাজি নন সুহানা - The Bengali Times
শাহরুখ ও দ্য আর্চিস ছবিতে সুহানার লুক

বলিউডে অভিষেক হচ্ছে সুহানা খানের। নেটফ্লিক্সের ছবি ‌‘দ্য আর্চিস’-এ দেখা যাবে তাকে। জয়া আখতার পরিচালিত এ ছবিতে সুহানার সঙ্গে আরও দেখা যাবে শ্রীদেবী কন্যা খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্তা নন্দাসহ বেশ কয়েকজন নবীন অভিনয়শিল্পীকে। সম্প্রতি ছবিতে তাদের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। সেটি শেয়ার করে শাহরুখ মেয়ে সুহানার জন্য শুভকামনা জানিয়েছেন। তার অভিজ্ঞতা থেকে মেয়েকে নানা পরামর্শ দিয়েছেন। বাবার সেই পোস্টে ভালোবাসা জানিয়েছেন সুহানা।

এরপরই একমাত্র মেয়েকে ‘দ্য আর্চিস’-এর শুটিং থেকে ‘ডে অফ’ নিতে বলেছেন বলিউড কিং শাহরুখ। তিনি বলেছেন, ‌‘তোমার সঙ্গে কাটানো সময়গুলো মিস করছি। একদিন ছুটি নিয়ে আমার সঙ্গে কিছু সময় কাটিয়ে যাও।’ উত্তরে মজা করে সুহানা বলেছেন, ‘আমি এখন পেশাদার অভিনয়শিল্পী। তোমাকে আমিও ভীষণ মিস করছি। কিন্তু ছুটি নেওয়া যাবে না।’ পরে সুহানা অবশ্য জানিয়েছেন, বাবার সঙ্গে মজা করেছেন তিনি।

বলিউডে তিন দশক পার করে ফেলা শাহরুখ নিজেও অবশ্য ব্যস্ত সময় পার করছেন। ‘পাঠান’, ‘ডানকি’সহ কয়েকটি ছবির কাজ হাতে নিয়েছেন তিনি।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles