6.3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

আল্লাহ যেন প্রধানমন্ত্রীকে সুষ্ঠু নির্বাচনের পথে আনেন: ডা. জাফরুল্লাহ

আল্লাহ যেন প্রধানমন্ত্রীকে সুষ্ঠু নির্বাচনের পথে আনেন: ডা. জাফরুল্লাহ - the Bengali Times
ডা জাফরুল্লাহ চৌধুরী পুরোনা ছবি

আল্লাহ যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু নির্বাচনের পথে আনেন, সবাইকে এই প্রার্থনা করতে বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোট আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে বাংলাদেশের অবস্থা খুব খারাপ। দেখেন শান্তির দ্বীপ ছিল শ্রীলংকা। শিক্ষিত মানুষ, শান্তির দেশ কী হয়েছে। আগুন জ্বলছে, গণহারে দারিদ্র্য বাড়ছে। আমরা সেদিকে যাব না তো? আমাদের সবার উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমাদের উচিত আল্লাহকে বলা আমাকে সঠিক পথ দেখাও, আমার প্রধানমন্ত্রীকে হেদায়েত করো, ওনাকে সুষ্ঠু নির্বাচনের পথে আনো।’

- Advertisement -

প্রধানমন্ত্রীর উদ্দেশে জাফরুল্লাহ বলেন, ‘চালাকি ছাড়েন, কারচুপি বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটেন। যে আসে আসবে, আর তা না হলে শ্রীলংকার মতো অবস্থা হবে। সেখানে যা ঘটছে তেমন কাহিনী এখানেও সৃষ্টি হতে পারে। সুতরাং সাবধান, সাবধান।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমার স্নেহের প্রধানমন্ত্রী আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, খুব ভালো কথা। নামাজ পড়েন, দেশের জন্য দোয়া করেন। কিন্তু আপনি ভারতীয়দের দ্বারা আবৃত হয়ে আছেন। তারা আপনাকে ভুল পথে নিয়ে যাবে এবং নিয়ে যাচ্ছে।’

বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোট এবং পীর মাশায়েখ ঐক্য পরিষদের সমন্বয়ক শাহ সুফি শামসুল আলম চিশতির সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদের মহাসচিব শাহসূফি আল্লামা হানিফ নূরী, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, গায়ক আরিফ দেওয়ান, সৈয়দা জাহিদা সুলতানা রতনাজী প্রমুখ।

- Advertisement -

Related Articles

Latest Articles