5.8 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বিশ্বব্যাপী একই দিনে কেন ঈদ উদযাপন হয় না? যা বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বব্যাপী একই দিনে কেন ঈদ উদযাপন হয় না? যা বলছেন বিশেষজ্ঞরা - the Bengali Times

পৃথিবীর বুকে চন্দ্র ওঠা ও অস্ত যাওয়ার ওপর কিছু ইবাদত বন্দেগি নির্ভর করে। আর কিছু ইবাদত বন্দেগী নির্ভর করে সূর্যের উদয় ও অস্ত যাওয়ার ওপর। যেমন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি। পাঁচ ওয়াক্ত নামাজের সম্পর্ক সূর্যের টাইমের সঙ্গে। আর রোজার সম্পর্ক চাঁদের সঙ্গে। ঈদের সম্পর্ক চাঁদ ওঠার সঙ্গে।

- Advertisement -

আল্লাহ পাক কুরআনে কারিমের মাধ্যমে রাসূলুল্লাহ (স)-এর হাদীসের মাধ্যমে বিশ্বের মানুষকে জানিয়েছেন, কীভাবে রমজানের রোজা শুরু করতে হয়, আর কীভাবে শেষ করতে হয়, ঈদ কেমন করে করতে হয়।

এ বিষয়ে পবিত্র কুরআন শরীফে স্পষ্ট নির্দেশনা রয়েছে। রাসূল (স) তাঁর হাদীসে বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে তোমরা ঈদ করবে। কিন্তু সারা বিশ্বে একজন চাঁদ দেখলেই কি সবার জন্য ওই হাদীস প্রযোজ্য হবে নাকি এটা প্রত্যেক দেশ ও এলাকার জন্য ভিন্ন ভিন্নভাবে দেখতে হবে। এ বিষয়ে যুগান্তরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ঢাকার শাইখ যাকারিয়া (রহ) রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ।

সূত্র : নতুন সময়

- Advertisement -

Related Articles

Latest Articles