15.3 C
Toronto
রবিবার, মে ২৯, ২০২২

সাত সন্তানের জননী পালিয়ে গেলেন ২০ বছরের প্রেমিকের হাত ধরে!

- Advertisement -
সাত সন্তানের জননী পালিয়ে গেলেন ২০ বছরের প্রেমিকের হাত ধরে! - The Bengali Times
প্রতীকী ছবি

ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ছতরপুর জেলার। সেখানে ৫০ বছরের এক গৃহবধূ সাত সন্তান ও স্বামী-সংসার ফেলে ২০ বছরের তরুণের সঙ্গে ঘর ছেড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী স্বামীর অভিযোগ, টাকা-পয়সা নিয়ে ২০ বছরের প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন তার স্ত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, দীর্ঘ সাড়ে তিন দশকের বিবাহিত জীবন তাদের। তবে সাত সন্তানের মা ৫০ বছর বয়সী নারী তার ২০ বছরের প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। এ ঘটনায় ভারতের মধ্যপ্রদেশের ছতরপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। পালানোর সময় ওই নারীর স্বামীর ফসল বিক্রির সব টাকাও নিয়ে গেছেন বলেও অভিযোগ রয়েছে।

- Advertisement -

ছতরপুর জেলার সতাই থানা এলাকার চান্দেরনপুরওয়ার বাসিন্দা হরিমোহন সেন পুলিশের কাছে এমনটাই অভিযোগ করেছেন। ৫৫ বছর বয়সী হরিমোহন জানান, তার স্ত্রী সঞ্জু সেন তারই ফার্মের ২০ বছর বয়সী মহেশ সেনের সঙ্গে পালিয়ে গেছেন। পুলিশ যাতে তার স্ত্রীকে খুঁজে দেয় সেই আবেদন জানিয়েছেন হরিমোহন।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles