5.8 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

দাবানলে কানাডার গ্রামের ৯০ শতাংশ পুড়ে গেছে

দাবানলে কানাডার গ্রামের ৯০ শতাংশ পুড়ে গেছে

প্রচণ্ড দাবানলে কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হওয়া গ্রাম লিটনের ৯০ শতাংশ পুড়ে গেছে। দেশটির স্থানীয় সংসদ সদস্য ব্রাড ভিস এমনটাই জানিয়েছেন।

- Advertisement -

সংসদ সদস্য ব্রাড বলেন, আগুনে ব্রিটিশ কলাম্বিয়ার লিটনসহ শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। নিজেকে সৌভাগ্যবান দাবি করে লিটনের মেয়র জ্যান পোল্ডারম্যান বলেন, ‘ভাগ্যক্রমে আমি নিজের জীবন নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে ‘হিটওয়েভ’-এর মতো তাপমাত্রা বৃদ্ধির ঘটনাগুলো বাড়বে বলে আগেই ধারণা করা হয়েছে। তবে যে কোনও একটি ঘটনাকে বৈশ্বিক উষ্ণায়নের সাথে যুক্ত করাও বেশ জটিল।’

জানা যায়, লিটন নামক গ্রামটিতে চলতি সপ্তাহে দেশটির এ যাবৎকালে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়। গ্রামটিতে রেকর্ডকৃত তাপমাত্রা ছিলো ৪৯ দশমিক ৬ সেলসিয়াস (১২১.২৪ ফারেনহাইট)।

- Advertisement -

Related Articles

Latest Articles