9.2 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

কুইবেকের ক্রি নেশনের প্রথম নারী গ্র্যান্ড চিফ

কুইবেকের ক্রি নেশনের প্রথম নারী গ্র্যান্ড চিফ
ম্যান্ডি গাল ম্যাস্টি

কুইবেকে এই মাসেই দুই আদিবাসী নারী প্রথমবারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। প্রথম আদিবাসী নারী হিসেবে রোজ অ্যানি আর্কিবল্ড অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশনের জাতীয় প্রধান এবং কাহসেন্নেনহাউয়ে স্কাই-ডিয়ান মন্ট্রিয়লের দক্ষিণে কাহনাওয়েক মহক কমিউনিটির গ্র্যান্ড চিফ নির্বাচিত হয়েছেন। এদিকে, কুইবেকের ক্রি নেশনের প্রথম নারী গ্র্যান্ড চিফ হিসেবে নির্বাচিত হয়েছেন ম্যান্ডি গাল-ম্যাস্টি। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন ম্যান্ডি। প্রতিদ্বন্দ্বী প্যাকেসো মুকাশ পেয়েছেন ৩৪ শতাংশ ভোট।

২০১৭ সালে ডেপুটি গ্র্যান্ড চিফ হিসেবে নির্বাচিত গাল-ম্যাস্টি প্রথম রাউন্ডের নির্বাচনে ভোট পেয়েছিলেন ৪৬ দশমিক ৬ শতাংশ। এই দফায় বিদায়ী গ্র্যান্ড চিফ আবেল বোসাম পান ২৯ দশমিক ৫ শতাংশ ভোট। ১৪ জুলাই প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

- Advertisement -

প্রথম দফার ভোট শেষে বোসাম প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন এবং সংগীতজ্ঞ ও সমাজকর্মী মুকাশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় গাল-ম্যাস্টিকে।

ক্রি নেশনের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং শক্তিশালী আর্থিক পরিকল্পনার ওপর দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণা চালান গাল-ম্যাস্টি। উত্তর কুইবেকের ক্রি নেশনের মোট জনসংখ্যা ১৮ হাজারের বেশি।

- Advertisement -

Related Articles

Latest Articles